প্রতিষ্ঠানের ইতিহাস

ইংরেজি ১৯৮১ সালে ১৯শে মার্চ মোঃ আলাউদ্দীনের পিতা মরহুম মহিউদ্দীন মন্ডল ও এক চাচা মরহুম আব্দুল জলিল মন্ডল একই দিনে পরলোক গমন করেন। মো: আলাউদ্দীন পিতার এই মৃত্যুতে গভীর ভাবে শোকাহত হন কিন্তু পিতার স্মৃতি চারণ ধরে রাখার জন্য একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার আগ্রহ আরও সুদৃঢ় হয়। তারপর একদিন শুভদিন দেখে তিনি গ্রামের সর্বস্তরের জনসাধারণের নিয়ে একটি সাধারণ সভার আয়োজন করেন। সভায় প্রস্তাব করা হয়। আমাদের গ্রামের জনসংখ্যা অনেক বেশি। গ্রামের ছাত্র-ছাত্রীরা যাতে মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া করতে পারে সেজন্য একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হউক।

মহিউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মোঃ আলাউদ্দিন এম,এস,সি জিন্নাহ নগর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার মহান পেশায় নিজেকে আত্মনিয়োগ করেন এবং অবসর পর্যন্ত চাকুরিরত ছিলেন। তার দৈহিক মানসিক এবং আর্থিক সাহায্য এবং প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেনের সঠিকভাবে বিদ্যালয় পরিচালনা ও কর্মদক্ষতার ফলে নিম্ন মাধ্যমিক পাঠদানের অনুমতি পাই ০১-০১-১৯৯৮ তারিখে। স্থায়ী স্বীকৃতি লাভ করে ২৪-১২-১৯৯৮ তারিখে এবং এম,পি,ও ভুক্ত হয় ২৪-০৪-২০০০ সালে। মাধ্যমিক হিসেবে পাঠদানের অনুমতি পায় ইংরেজি ০১-০১-২০০২ সালে নবম শ্রেণী এবং মাধ্যমিক হিসাবে স্বীকৃতি ০১-০১-২০১০ ইংরেজি তারিখে। মোঃ আলাউদ্দিন জিন্নাহ নগর মাধ্যমিক বিদ্যালয় চাকুরী কালীন অবস্থায় তার কষ্টার্জিত অর্থ দিয়ে আলাউদ্দিন কল্যাণ ট্রাস্ট গঠন করে। এই ট্রাস্টের মাধ্যমে ছাত্র ছাত্রীদের পাঠের প্রতি আগ্রহী ও যোগ্য নাগরিক গড়ে তোলার জন্য সামান্য সম্মাননা পুরস্কার ঘোষণা করেন। মো: আলাউদ্দিন ২০০৪ সাল হতে জিন্নাহ নগর ও মহিউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এর এস,এস,সি পরীক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় যারা A+, A এবং বিষয় ভিত্তিক A+ অর্জন করেছে তাদের সম্মাননা দেন। এই সম্মাননা পুরস্কার চলতে থাকে ২০১২ সাল পর্যন্ত। ২০১২ সালে মোহাম্মদ আলাউদ্দিন চাকরি থেকে অবসরে যাওয়ার কারণে শুধু মহিউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এর পরীক্ষার্থীরা ২০১৩ সাল হতে সম্মাননা পুরস্কার পাবে। তিনি আরো ঘোষণা দেন আমার মৃত্যুর পরও আমার ভবিষ্যৎ বংশধর আলাউদ্দিন কল্যাণ ট্রাস্টের এই প্রতিশ্রুতি রক্ষা করবে।