ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগাডাঙ্গা গ্রামে মহিউদ্দী মাধ্যমিক বিদ্যালয় টি অবস্থিত। বিদ্যালয়টি ১৯৯৩ ইং সালে পতিষ্ঠিত হয়। ২০০০ ইং সালে নিম্ন মাধ্যমিক এবং ২০১৯ ইং সালে মাধ্যমিক এমপিও ভূক্ত হয়। পতিষ্ঠার পর হতে সুনামের সাথে পরিচালিত হচ্ছে।
সরকারি বিধি মোতাবেক এত্র বিদ্যালয়ে ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণী পর্যন্ত পাঠ দান করা হয়। প্রতি বছর জানুয়ারি মাস হতে ভর্তি কার্যক্রম শুরু হয়। প্রতি শ্রেণীর শিক্ষা বর্ষ জানুয়ারি হতে ডিসেম্বর পর্যন্ত।
২০২৫ ইং সালে———-
৬ষ্ঠ শ্রেণীতে – ২৭ জন ছাত্র ও ৪৩ জন ছাত্রী মোট ৭০ জন ভর্তি হয় । তার মধ্যে মুসলিম ৬৯ জন এবং হিন্দু ০১ জন।
৭ম শ্রেণীতে – ২২ জন ছাত্র ও ৪৫ জন ছাত্রী মোট ৬৭ জন ভর্তি হয় ।তার মধ্যে মুসলিম ৬৭ জন এবং হিন্দু ০০ জন।
৮ম শ্রেণীতে – ২৭ জন ছাত্র ও ৩৮ জন ছাত্রী মোট ৬৫ জন ভর্তি হয় । তার মধ্যে মুসলিম ৬৩ জন এবং হিন্দু ০২ জন ।
৯ম শ্রেণীতে – ২৮ জন ছাত্র ও ৩৩ জন ছাত্রী মোট ৬১ জন ভর্তি হয় ।তার মধ্যে মুসলিম ৬১ জন এবং হিন্দু ০০ জন।
১০ম শ্রেণীতে – ২৪ জন ছাত্র ও ২২ জন ছাত্রী মোট ৪৬ জন ভর্তি হয় । তার মধ্যে মুসলিম ৪৫ জন এবং হিন্দু ০১ জন।
